সাগর: হাড়কাঁপুনি ঠান্ডাকে উপেক্ষা করেই পুণ্যার্থীরা সাগরে ডুব দিতে শুরু করেছেন। ভোরের আলো ফোটার আগে থেকে সাগরের ৬টি স্নানঘাট কার্যত কানায় কানায় পূর্ণ।
আজ, রবিবার রাত ১২টা ১৩ মিনিট থেকে শুরু হবে পুণ্যস্নান। চলবে সোমবার রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত। কিন্তু তার আগেই গঙ্গাসাগরে নেমেছে পুণ্যস্নানের ঢল।
কথায় বলে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। অর্থাত্ সব তীর্থে বারবার গিয়ে যে পূণ্যলাভ হয়, গঙ্গাসাগরে মাত্র একবার সেই পরিমাণ পূণ্য লাভ করা সম্ভব হয়। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে। তাই এই স্থানের নাম গঙ্গাসাগর।
৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। জনসমাগমের কথা মাথায় রেখে একগুচ্ছ বন্দোবস্ত করা হয়েছে রাজ্য সরকারের তরফে। মেগা কন্ট্রোলরুমে রয়েছে ১ হাজার ১৫০ টি ক্লোজ সার্কিট ক্যামেরা। রাখা হয়েছে দমকলের ৫০ টি ইঞ্জিন। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট সাড়ে চার হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে। ২১টি জেটি থেকে যাতায়াত করছে ১০০টি লঞ্চ। রয়েছে ওয়াটার অ্যাম্বুল্যান্স ও এয়ার অ্যাম্বুল্যান্স।