প্রথম পাতা খবর প্রবল ঠান্ডা উপেক্ষা করেই মকর সংক্রান্তির পুণ্যস্নান গঙ্গাসাগরে

প্রবল ঠান্ডা উপেক্ষা করেই মকর সংক্রান্তির পুণ্যস্নান গঙ্গাসাগরে

616 views
A+A-
Reset

সাগর: সোমবার মকর সংক্রান্তির পুণ্য়স্নান গঙ্গাসাগরে। শীত উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়।

এ দিন সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ সকাল ৯টা ১৩। যদিও কনকনে ঠান্ডার মধ্যেই রবিবার মাঝরাত থেকে শুরু হয়েছে স্নান। চলবে আজ রাত ১২টা ১৩ পর্যন্ত। 

ভোরের আলো ফোটার আগেই সাগরে ডুব পুণ্যার্থীদের। গত কদিন ধরে প্রবল ঠান্ডায় জবুথবু গোটা বাংলা। গত কয়েকদিনের মতো সোমবার ভোর থেকে উত্তুরে হাওয়ার জেরে পারদ নিম্নমুখী। তবে ঠান্ডাকে উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগে থেকে পুণ্যার্থীরা সাগরে ডুব দিচ্ছেন। কপিল মুনির আশ্রমেও ভিড় রয়েছে। উদ্বোধনের পর থেকে পূণ্যার্থীদের ঢল নেমেছে সাগরে।

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চলছে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। ড্রোন ওড়ানোর পাশাপাশি, স্পিড বোট ও হোভার ক্রাফটে চড়ে টহল দিচ্ছে পুলিশ ও নৌ-সেনারা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.