প্রথম পাতা খবর গঙ্গাসাগর মেলায় ভিআইপি কালচার নয়, কড়া নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

গঙ্গাসাগর মেলায় ভিআইপি কালচার নয়, কড়া নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

21 views
A+A-
Reset

আগামী গঙ্গাসাগর মেলায় কোনও ভিআইপি কালচার চলবে না— স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলা সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ভিআইপিদের জন্য সাধারণ পুণ্যার্থীদের যেন কোনও অসুবিধায় পড়তে না হয়। একই সঙ্গে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি।

প্রতিবছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় গঙ্গাসাগরে। সেই বিপুল জনসমাগমকে মাথায় রেখে রাজ্য প্রশাসনের তরফে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আগামী জানুয়ারির গঙ্গাসাগর মেলা ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতেই এদিন নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন, ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। কোনও ভিআইপি বা বিশিষ্ট ব্যক্তির কারণে সাধারণ মানুষের চলাচল বা পুণ্যস্নানে যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি। জানা গিয়েছে, ১২ জানুয়ারি থেকেই মন্ত্রীরা মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যাবেন এবং প্রস্তুতি খতিয়ে দেখবেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর পুণ্যার্থীদের সুবিধার জন্য গঙ্গাসাগর মেলা চত্বরে মোতায়েন করা হবে সাড়ে তিন হাজার ভলান্টিয়ার। প্রত্যেক পুণ্যার্থীর হাতে থাকবে বিশেষ ব্যান্ড ও আইডি কার্ড। পাশাপাশি সকলেই ইনসিওরেন্সের আওতায় থাকবেন, যাতে কোনও দুর্ঘটনা ঘটলে দ্রুত সহায়তা দেওয়া যায়।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় নজরদারি চালানো হবে। যাতায়াতের সুবিধার জন্য প্রস্তুত রাখা হবে প্রায় ২,৫০০ বাস, ২৫০টি লঞ্চ এবং ২১টি জেটি। ভিড় সামাল দিতে প্রশাসনের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় রেখে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, গঙ্গাসাগর মেলাকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে এবার কোনও আপস নয়— এমনটাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.