কলকাতা: গড়িয়ায় একই পরিবারের তিন জনের পচা-গলা দেহ উদ্ধার। বুধবার দুপুরে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া গড়াগাছায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় স্বপন মৈত্র (৭৫), তাঁর স্ত্রী অপর্ণা (৬৮) এবং ছেলে সুমনের (৩৯) ঝুলন্ত দেহ।
জানা গিয়েছে, প্রবল অর্থকষ্টে ভুগছিল গড়িয়ার মৈত্র পরিবার। গত ২৮ ডিসেম্বর ফেসবুকে লাইভ করেছিলেন সুমন। ওই লাইভেই সুমনকে বলতে শোনা যায়, ভয় ও আতঙ্কের মধ্যে আছি। সাহায্য নেওয়ার কোনো জায়গা নেই। হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু কে বা কারা দিচ্ছে সেটা স্পট করেননি ফেসবুক লাইভে।
কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘মাঝেমাঝে ভাবছি, নিজেকে শেষ করে দেব। বাবা-মাকে শেষ করে দেব। অন্তত শান্তিতে তো যেতে পারব তা হলে!’’ এ দিন সকালেই তাঁদের ফ্ল্যাট থেকে তাঁর ও বাবা-মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আত্মহত্যা না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
স্থানীয়রা জানাচ্ছেন, বেশ কয়েকদিন দেখা যাচ্ছিল না ওই পরিবারের সদস্যদের। এ দিন সকাল থেকে বিকট গন্ধ পাওয়া যাচ্ছিল ওই ফ্ল্য়াট থেকে। আশপাশের বাসিন্দারা খবর দেন থানায়। ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ ঢুকে তাজ্জব। উদ্ধার হয় তিনজনের দেহ।