গড়িয়াহাট জোড়াখুন কাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার মূল অভিযুক্ত ভিকি হালদার ও তার সঙ্গী!
ডেস্ক: গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত ভিকি হালদার। তাকে মুম্বই থেকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয় ভিকির সঙ্গী শুভঙ্কর মণ্ডলকেও।
পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের একটি বহুতল আবাসনে গা ঢাকা দিয়ে ছিল দুই অভিযুক্ত। গোপন সূত্র ধরে শনিবার রাত ৯’টা থেকে সাড়ে ৯’টার মধ্যে মুম্বইয়ের পারেল ইস্টের একটি অ্যাপার্টমেন্টে থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছে। ভিকি ও তার সঙ্গীকে হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে, কী ভাবে তারা মুম্বইয়ে পালিয়ে গেল। কী কারণে খুন করা হল সুবীর চাকি ও তাঁর চালককে?
এই ঘটনায় ইতিমধ্যেই আরেক অভিযুক্ত ভিকির মা মিঠু এবং আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। কর্পোরেটকর্তা সুবীর চাকি ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলের খুনের ঘটনার যে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের প্রত্যেককেই গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুন: খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতী গ্রেফতার
গত ১৭ অক্টোবর রবিবার মধ্যরাতে গড়িয়াহাট থানা এলাকার কাঁকুলিয়া রোডের একটি বাড়ির ভেতর থেকে দু’জনের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, জোড়া খুনের পর নাইট ডিউটি করেছিল মূল অভিযুক্ত ভিকি হালদার। সে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করে। এই নৃশংস খুনের মাস্টারমাইন্ড ভিকির মা মিঠু হালদার। অন্য দিকে, এই ঘটনায় ধৃত জাহির গাজি এবং বাপি মণ্ডল গড়িয়াহাটের কর্পোরেট-কর্তা সুবীর চাকীকে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।