প্রথম পাতা খবর ‘ম্যাচ’ শুরুর আগেই মাঠ ছাড়লেন গৌতম গম্ভীর, কী কারণে রাজনীতি থেকে অবসর ঘোষণা?

‘ম্যাচ’ শুরুর আগেই মাঠ ছাড়লেন গৌতম গম্ভীর, কী কারণে রাজনীতি থেকে অবসর ঘোষণা?

327 views
A+A-
Reset

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগেই রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করে দিলেন প্রাক্তন ক্রিকেটার এবং পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তার মানে এ বার তিনি লোকসভা নির্বাচনেও লড়বেন না। বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডাকে চিঠি লিখেছেন গম্ভীর। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন। আচমকা কেন রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন দিল্লি বিজেপির পরিচিত মুখ?

গম্ভীর অবশ্য সোশ্যাল সাইট এক্স-এ লিখেছেন, “আমি বিজেপি সভাপতি জেপি নড্ডাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি, যাতে আমি ক্রিকেটের জন্য আরও বেশি করে সময় দিতে পারি। আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ।”

২০১৮ সালের ৩ ডিসেম্বর ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন গম্ভীর। এর পরে, তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। জল্পনা সত্যি করে তিনি ২০১৯ সালের ২২ মার্চ বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগদানের পর, দল তাঁর প্রতি আস্থা প্রকাশ করে এবং তাঁকে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেয়। জিতেও যান তিনি।

এ দিকে সূত্রের খবর, লোকসভা ভোটে প্রার্থীদের নাম ঠিক করতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রথম বৈঠকের পর নানা রকমের জল্পনা চলছিল। দিল্লির রাজ্য বিজেপি কার্যালয় থেকে শুরু করে অন্যান্য জায়গায় নেতা-কর্মীরা সম্ভাব্য নাম নিয়ে আলোচনা করতে থাকেন। সাত সাংসদের মধ্যে চারজনের টিকিট কাটা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একজন গৌতম গম্ভীরের নামও রয়েছে বলে জানা গেছে। এর সঙ্গে গম্ভীরের রাজনৈতিক সন্ন্যাস ঘোষণার বিষয়টির যোগসূত্র রয়েছে বলে ধারণা অনেকের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.