প্রথম পাতা খবর ‘বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’, ট্রেন হাইজ্যাক ইস্যুতে ইসলামাবাদকে কড়া জবাব নয়াদিল্লির

‘বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’, ট্রেন হাইজ্যাক ইস্যুতে ইসলামাবাদকে কড়া জবাব নয়াদিল্লির

253 views
A+A-
Reset

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতের অভিযোগ তুলে ভারত স্পষ্ট ভাষায় জানিয়েছে যে, ইসলামাবাদ অন্যদের দোষারোপ না করে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দিকে নজর দিক। পাকিস্তানের এক কর্মকর্তার অভিযোগের পর ভারত এই প্রতিক্রিয়া জানায়।

সম্প্রতি বালুচিস্তানে চলমান হিংসার ঘটনার অংশ হিসেবে বালুচ বিদ্রোহীরা জাফর এক্সপ্রেস ট্রেন হাইজ্যাক করে, যা ৩০ ঘণ্টা ধরে চলে। এই ঘটনায় ২১ জন যাত্রী এবং চারজন নিরাপত্তাকর্মী নিহত হন। পাকিস্তানের দাবি, এই হামলার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র শফকত আলি খান বলেন, “এই হামলার পরিকল্পনা বিদেশ থেকে করা হয়েছিল”। তবে সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি। যদিও তিনি বলেন, হামলাকারীরা আফগানিস্তানে তাদের পরিচালকদের সঙ্গে যোগাযোগ রাখছিল।

পাকিস্তানের এই অভিযোগের জবাবে ভারতের বিদেশমন্ত্রক জানায়, “আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদের কেন্দ্র কোথায়। পাকিস্তান অন্যদের দোষারোপ না করে নিজেদের ব্যর্থতা নিয়ে ভাবুক।”

উল্লেখ্য, বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম এবং অন্যতম কম জনবহুল প্রদেশ। দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে লড়াই চালিয়ে আসছেন বালুচ বিদ্রোহীরা। সাম্প্রতিক সময়ে তারা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং চিনা প্রকল্পগুলোর ওপর আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। এছাড়া, পাকিস্তানি নির্যাতনের ঘটনায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.