প্রথম পাতা খবর ঠাকুর দেখতে বেরোবেন, জেনে নিন কোন দুর্গাপুজো মণ্ডপ কোন মেট্রো স্টেশনের কাছে

ঠাকুর দেখতে বেরোবেন, জেনে নিন কোন দুর্গাপুজো মণ্ডপ কোন মেট্রো স্টেশনের কাছে

371 views
A+A-
Reset

ডেস্ক: আজ মহাপঞ্চমী রাত পোহালেই মহাষষ্ঠী, ইতিমধ্যেই শুরু হবে প্যান্ডেল হপিং। সবাই চাইছেন, পুজোর এই কটা দিন যতটা সম্ভব সেরা পুজোগুলোর মণ্ডপে গিয়ে একবার মায়ের দর্শন করে আসতে। স্বভাবতই, শহরের রাস্তায় জনপ্লাবন। পায়ে পায়ে চলতে চলতে মাঝেমাঝেই তাই যেন থমকে দাঁড়িয়ে পড়ছে শহর কলকাতা। এমন পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণে মেট্রো পথে দেখতে পারেন ঠাকুর।

জেনে নিন কোন কোন মেট্রো রুটে কোন কোন পুজো দেখা যাবে-


কালীঘাট– কালীঘাটে নামলে পেয়ে যাবেন, ত্রিধারা, চেতলা, বাদামতলা আষাঢ় সংঘ, দেশপ্রিয় পার্ক, সমাজসেবীর পুজো, ৬৬ পল্লী, হিন্দুস্থান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, নহ উদয় সংঘ, সিংহী পার্ক, বোসপুকুর শীতলামন্দিরে পুজো।


রবীন্দ্র সরোবর- রবীন্দ্র সরোবরে নামলে দেখতে পাওয়া যাবে সুরুচি সংঘ, শিবমন্দির, নবপল্লী সংঘ মুদিয়ালির ঠাকুর।
মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ)- এই স্টেশনে নেমে একটু চললেই দেখতে পাবেন, ৪১ পল্লী, অজেয় সংহতি,অশোক নগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লী, শীতলাতলা কিশোর সংঘ।


নেতাজি– নেতাজি স্টেশনে নামলে পেয়ে যাবেন নাকতলা পল্লী উন্নয়ন সমিতির পুজো।
মাস্টারদা সূর্য সেন- রিজেন্ট পার্ক, আজাদ গড়ের পুজো দেখতে পৌঁছে যান মাস্টারদা সূর্য সেন স্টেশনে।
গীতাঞ্জলি– গীতাঞ্জলি স্টেশনে নামলে দেখা যাবে নাকতলা উদয়ন সংঘের পুজো। সঙ্গে দেখে নেওয়া যাবে বৈষ্ণবঘাটা বালক সমিতির পুজো।
কবি সুভাষ- সন্তোষপুর লেকপল্লী, পল্লী মঙ্গল, সন্তোষপুর ত্রিকোণ পার্কের ঠাকুর দেখতে হলে কবি সুভাষ মেট্রো স্টেশনে নেমে যেতে হবে।
নেতাজি ভবন- নেতাজি ভবনে নামলে পেয়ে যাবেন ৬৮ পল্লী, ৭৬ পল্লী, ভবানীপুর ৭৫ পল্লী, ২২ পল্লী, পদ্মপুকুর যুব সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সংঘ, ম্যাডক্স স্কোয়ার, সংঘমিত্র, ভবানীপুর স্বাধীন সংঘের ঠাকুর।
চাঁদনি–  জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ কমিটির পুজো দেখে নেওয়া যেতে পারে।
শ্যামবাজার– শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলে দেখতে পাবেন,বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস ইউনিয়ন, জগত মুখার্জি পার্ক, শ্যাম স্কোয়ারের ঠাকুর।
শোভাবাজার– বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, আহিরিটোলা সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতা বাগানের ঠাকুর।
গিরিশ পার্ক–  সিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লী, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটার ৫ এর পল্লীর পুজো।
মহাত্মা গান্ধী রোড- মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদহ অ্যাথলেটিকের ঠাকুর দেখা যাবে।
সেন্ট্রাল স্টেশন– সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের ঠাকুর দেখতে হলে নামতে হবে সেন্ট্রাল স্টেশনে।
চাঁদনি–  জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ কমিটির পুজো দেখে নেওয়া যেতে পারে।
দমদম–  সিঁথি সর্বজনীন, ১৪ পল্লীর ঠাকুর।
বেলগাছিয়া– বেলগাছিয়া ওলাইচণ্ডী, বেলগাছিয়া দুর্গোত্‍সব কমিটির (টালা পার্ক) ঠাকুর, নেতাজি স্পোর্টিং, লেক টাউন অ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারত চক্র , শ্রীভূমি স্পোর্টিং, প্রদীপ সংঘের ঠাকুর।
নোয়াপাড়া- নোয়াপাড়া উদয়ন সংঘ, দাদভাই সংঘ,নেতাজি কলোনি নিম্নাঞ্চল,লেক ভিউ পার্ক,ফরোয়ার্ড কলোনীর পুজো।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.