কলকাতা বিমানবন্দরে এক ব্যক্তির জুতো থেকে উদ্ধার ৭১ লক্ষ টাকার সোনা। ১০টি সোনার বাটের আনুমানিক ওজন ১.১৬৭ কিলোগ্রাম। গ্রেফতার করা হয় তাঁকে।
কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন ওই ব্যক্তি। তাঁর গতিবিধি দেখেই সন্দেহ হয় নিরাপত্তা রক্ষীদের। সন্দেহের জেরে তাকে আটক করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। দেখা যায়, তার জুতোর মধ্যে রয়েছে ১০ টি সোনার বাট। নিরাপত্তারক্ষীরা জানাচ্ছেন, এই ব্যক্তির দুই পায়ে জুতোতে সেলোটেপ দিয়ে আটকানো ছিল সোনার বাট।
এক একটি পায়ে ছিল ৫টি করে সোনার বাট। এই সোনার বাটের বাজারমূল্য প্রায় ৭১ লাখ টাকা। এছাড়াও এর ওজন আনুমানিক ১.১৬৭ কিলোগ্রাম। সোনার বাটগুলি পেতেই, ওই যাত্রীকে গ্রেফতার করে তুলে দেওয়া হয় শুল্ক দফতরের আধিকারিকদের হাতে।
জানা গিয়েছে, ধৃত যাত্রীর নাম বিভাষ জানা। তিনি দিল্লিরই বাসিন্দা। মঙ্গলবার রাতে তার কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। ধৃত বিভাষ জানা এতগুলি সোনার বাট নিয়ে দিল্লিতে কার কাছে পৌঁছে দিতে যাচ্ছিল, কে তাকে ওই সোনা দিয়েছিল – এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।