প্রথম পাতা খবর জ্বর নিয়ে দিল্লি এইমসে ভর্তি রাজ্যপাল জগদীপ ধনকর

জ্বর নিয়ে দিল্লি এইমসে ভর্তি রাজ্যপাল জগদীপ ধনকর

285 views
A+A-
Reset

জ্বর না কমায় দিল্লির এইমসে ভর্তি হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

ডেস্ক: দিল্লি যাওয়ার পর জ্বরে আক্রান্ত হন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। দিল্লিতে বঙ্গ ভবনে চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। সেই কারণে সোমবার ধনকরকে ভর্তি করা হল দিল্লির এইমসে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকরা নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করছেন ধনকরের। আপাতত বিপন্মুক্ত তিনি। তবে জ্বর অনেকটা কমে এলেও পুরোপুরি যায়নি। পাশাপাশি বেশ দুর্বল রয়েছেন রাজ্যপাল। জানা গিয়েছে, তাঁর চিকিৎসার দায়িত্বে চিকিৎসক নীরজ নিশ্চল। তবে রাজ্যভবনের তরফে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

শুক্রবার দিল্লিতে পৌঁছোন রাজ্যপাল। গায়ে জ্বর ছিল তাঁর। ম্যালেরিয়ার লক্ষণও ধরা পড়ে। শনিবার ধনকরের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সূত্রের খবর, রাজ্যপালের রক্তের নমুনায় ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়।

বরাবরই টুইটারে সক্রিয় থাকেন রাজ্যপাল। তবে গত ২১ অক্টোবর শেষ বার টুইট করেছিলেন। অসুস্থতার কারণে শেষ চার দিন তাঁকে আর দেখা যায়নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

আরও পড়ুন: বিজেপি বিধায়কের মন্ত্রী হওয়ার লালসার জন্যই উপনির্বাচন দিনহাটায়: অভিষেক বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, উৎসবের ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন ধনকর। উত্তরবঙ্গে থাকাকালীন স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে চেপে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত বেড়াতেও যান তিনি। ঘুমে পৌছে মিউজিয়ামও ঘুরে দেখেন তিনি। বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা দিল্লি চলে যান। সেখানে পৌঁছনোর পরই অসুস্থ বোধ করেন রাজ্যপাল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.