দীর্ঘদিন রাজভবনে আটকে থাকার পর অবশেষে সম্মতি মিলল ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১’ ও ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধনী) বিল, ২০১৮’-তে। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবন সূত্রে বুধবার এই তথ্য জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে বলা হয়েছিল, রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে রাজ্যপালদের অনন্তকাল সিদ্ধান্তহীন ভাবে বসে থাকা ‘বৈধ’ নয়। তার পর এক মাস পেরোনোর আগেই পরপর একাধিক বিল অনুমোদন দিলেন রাজ্যপাল।
এর আগের দিন রাজ্যপাল অনুমোদন দেন ‘পশ্চিমবঙ্গ শহর ও দেশ (পরিকল্পনা ও উন্নয়ন) (সংশোধনী) বিল, ২০২৩’, ‘ভূমি সংস্কার ও প্রজাস্বত্ব ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০২২’ এবং ‘কর ট্রাইব্যুনাল (সংশোধনী) বিল, ২০২২’-এ।
একই সঙ্গে রাজ্যপাল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন (সংশোধনী) বিল, ২০২৫ বিধানসভায় পেশের জন্য রাজ্য সরকারকে সুপারিশ করেছেন।
তামিলনাড়ুর রাজ্যপালের বিল ঝুলিয়ে রাখার ঘটনা ঘিরে শীর্ষ আদালতের তীব্র পর্যবেক্ষণের পরই রাজ্যপালের এমন সক্রিয়তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।