প্রথম পাতা খবর উজ্জ্বলা যোজনায় এলপিজি ভর্তুকি বাড়িয়ে ৩০০ টাকা করল কেন্দ্র

উজ্জ্বলা যোজনায় এলপিজি ভর্তুকি বাড়িয়ে ৩০০ টাকা করল কেন্দ্র

506 views
A+A-
Reset

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য ভর্তুকির পরিমাণ আবারও বাড়ল। প্রতি এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করল কেন্দ্রীয় সরকার। বুধবার মন্ত্রীসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

উজ্জ্বলা সুবিধাভোগীরা বর্তমানে ৭০৩ টাকার বিনিময়ে একটি ১৪.২ কেজি সিলিন্ডার পান। এই সিলিন্ডারের বাজার মূল্য যেখানে ৯০৩ টাকা। কেন্দ্রীয় মন্ত্রীসভার এ দিনের সিদ্ধান্তের পরে, উজ্জ্বলা সুবিধাভোগীরা এখন ৬০৩ টাকাতেই একটি ১৪.২ কেজির সিলিন্ডার পাবেন।

সম্প্রতি, রাখীবন্ধন এবং ওনামের উৎসবে, কেন্দ্রীয় মন্ত্রীসভা উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এলপিজি ভরতুকি ২০০ টাকা বাড়িয়েছিল। আজ সেটাই ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।

২০২২ সালের মে মাসের পর থেকে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এক বছরে ১২টি সিলিন্ডারে ভরতুকি দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। প্রতি সিলিন্ডারে ২০০ টাকা করে ভরতুকি দেওয়া শুরু হয় সেসময়। এর মেয়াদ বাড়িয়ে করা হয়েছিল ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পরে সরকারের তরফে, গত আগস্ট মাসে আরও ২০০ টাকা ভরতুকি ঘোষণা করা হয়। ফলে এই সিলিন্ডারের দাম কমে হয় ৭০০ টাকা। এ দিন আরও ১০০ টাকা ভরতুকি যুক্ত হওয়ার কারণে মহিলাদের জন্য এই এলপিজি সিলিন্ডার ৬০০ টাকায় পাওয়া যাবে। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.