প্রথম পাতা খবর কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোর সময় বেঁধে দিল লালবাজার, নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা

কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোর সময় বেঁধে দিল লালবাজার, নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা

17 views
A+A-
Reset

কালীপুজো ও দীপাবলির আনন্দে এবার নতুন নিয়মের কঠোরতা। শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। তাও আবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ অক্টোবর, সোমবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে। এর বাইরে, অর্থাৎ দিন বা রাতের অন্য কোনও সময়ে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

শুধু কালীপুজোই নয়, ছটপুজোর জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। পুলিশ জানিয়েছে, ২৮ অক্টোবর, ছটপুজোর দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোর অনুমতি থাকবে।

লালবাজারের নির্দেশ, এই সময়সীমা ও নির্দেশিকা লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত থানাকে ইতিমধ্যেই জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্ট এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে কঠোর পদক্ষেপ করতে হবে।

সম্প্রতি কলকাতা হাই কোর্টে অবৈধ বাজি তৈরি ও বিক্রির বিষয়ে রাজ্য প্রশাসনকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। আদালত এ বিষয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

এছাড়া চলতি সপ্তাহের শুরুতে লালবাজারেও উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এ বছর নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না। শহরের প্রতিটি থানাকে শব্দদূষণ রোধে নজরদারি জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় অবৈধ বাজি বিক্রির বিরুদ্ধে অভিযানও শুরু হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.