প্রথম পাতা খবর ১৯ বছরের পুরনো খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

১৯ বছরের পুরনো খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

331 views
A+A-
Reset

ডেস্ক: প্রায় ১৯ বছরের পুরনো খুনের মামলায় গুরমিত রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ২০০২ সালে রঞ্জিত সিং হত্যার ঘটনায় ডেরা সাচ্চা সওদার (Dera Sacha Sauda) প্রধান গুরমিত রাম রহিম সিং কে আজীবন কারাবাসের সাজা শোনালো পঞ্চকুলার বিশেষ সিবিআই (CBI) আদালত। 

আরও পড়ুন: পূর্ব পরিকল্পিতভাবেই বাংলাদেশের পুজো মণ্ডপে হামলা চালানো হয়েছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর


রাম রহিমের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছিলেন সাংবাদিক রণজিৎ সিং। এরপরই প্রতিহিংসাপরায়ণ হয়ে ২০০২ সালে তাঁকে হত্যা করে রাম রহিম। গুরমিত রাম রহিম সিং, জাসবীর সিং , সাবদিল সিং, কৃষ্ণ লাল এবং ইন্দ্র সাইকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) এবং ১২০ বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় রঞ্জিত সিংহ হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। জসবীর সিং , কৃষ্ণ লাল এবং ইন্দর সাইকে অস্ত্র আইনেও দোষী সাব্যস্ত করা হয়েছে। তার পাশাপাশি আরও চারজনেরও একই সাজা ঘোষণা করা হয়েছে। আজীবন কারাবাসের সঙ্গে ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে রাম রহিমকে। বাকি দোষীদের ৫০ হাজার টাকা করে জরিমানা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.