প্রথম পাতা খবর মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ কাণ্ডে হাফিজুল মোল্লাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এল

মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ কাণ্ডে হাফিজুল মোল্লাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এল

353 views
A+A-
Reset

মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ কাণ্ডে হাফিজুল মোল্লাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। ঢোকার আগে ৭ থেকে ৮ বার রেইকি করেছিল হাফিজুল। তথ্য সংগ্রহ করেছিল মুখ্যমন্ত্রীর পাড়া থেকে। তাঁরা জানিয়েছেন, রীতিমতো পরিকল্পনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুপ্রবেশ করেছিল হাফিজুল।

গোয়েন্দাদের দাবি, মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের আগে বেশ কয়েকদিন গোটা এলাকা ঘুরে দেখে হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ির ছবিও তুলেছে হাফিজুল। ছবি তুলেছে কালীঘাটের আরও জায়গারও। শিশুদের চকোলেট – কোল্ড ড্রিংস খাইয়ে তাদের কাছ থেকে এলাকার পথঘাট সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়। একইসঙ্গে তদন্তে আরও জানা গিয়েছে যে, ১১টি সিম কার্ড ছিল হাফিজুলের। সেই সিম কার্ডগুলি ব্যবহার করে বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ডে ফোন করত সে। এমনকি পুজোর আগে বাংলাদেশেও গিয়েছিল হাফিজুল। পুজোর সময় বেআইনিভাবে বাংলাদেশ অনুপ্রবেশ করে হাফিজুল। সেখানে তিনদিন ছিল। তদন্তকারীরা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর বাড়ির ছবি বিহার ঝাড়খণ্ডে বেশ কয়েকটি নম্বরে পাঠিয়েছে হাফিজুল।

আরও পড়ুন :

লক্ষ্য বিধানসভা নির্বাচন, ত্রিপুরায় স্থায়ী দলীয় কার্যালয় গড়ল তৃণমূল

শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের সাংসদ-বিধায়কদের

আজই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা শুরু হবে

চরম অসৌজন্যতা কেন্দ্রের, উদ্বোধনের একদিন আগে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

তৃণমূলে দায়িত্ব আরও বাড়ল বাবুল সুপ্রিয়র

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.