প্রথম পাতা খবর রাজনীতি থেকে অবসরের জল্পনা উস্কে দিলেন সনিয়া গান্ধী

রাজনীতি থেকে অবসরের জল্পনা উস্কে দিলেন সনিয়া গান্ধী

324 views
A+A-
Reset

৭৬ বছর বয়সে পৌঁছে এ বার কি রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী! শনিবার ছত্তীসগঢ়ের রায়পুরে কংগ্রেসের ৮৫তম প্লেনারি অধিবেশনে নিজেই সেই জল্পনা উস্কে দিলেন তিনি।

রায়পুরে অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তৃতা করেন সনিয়া। কংগ্রেসের প্রায় ১৫ হাজার নেতার সামনে তিনি বলেন, “ভারত জোড়ো যাত্রা দিয়েই ইনিংস শেষ হতে পারে, এটাই আমার কাছে তৃপ্তির”।

দেশ জুড়ে কংগ্রেসের এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করে সনিয়া বলেন, “জনগণ এবং দলের মধ্যে মত বিনিময়ের উত্তরাধিকারকে নতুন জীবন দিয়েছে। এই যাত্রা দেখিয়ে দিয়েছে মানুষের সঙ্গে রয়েছে কংগ্রেস। মানুষের লড়াইয়ে জন্য কংগ্রেস তৈরি। সবমিলিয়ে এই যাত্রা একটি টার্নিং পয়েন্ট। এই যাত্রা প্রমাণ করেছে ভারতের জনগণ সম্প্রীতি, সহনশীলতা এবং সাম্য চাইছে”।

একই সঙ্গে রাহুল গান্ধীর প্রশংসাও করেন সনিয়া। তিনি বলেন, রাহুলের নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ দুর্দান্ত কাজ করেছে। রাহুল যেভাবে এই যাত্রায় মানুষের কাছে পৌঁছেছেন এবং তাঁদের সমস্যার কথা শুনেছেন তা প্রশংসনীয়। তাঁর কথায়, “ভারত জোড়ো যাত্রার জন্য যে সব কংগ্রেস কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন তাঁদেরকে আমার অভিনন্দন। আমি বিশেষ করে রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাতে চাই, যাঁর সংকল্প এবং নেতৃত্ব এই যাত্রার সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.