কলকাতা: দোলের দিন সকালে হরিদেবপুরে রাস্তার পাশে তরুণীর দেহ উদ্ধারের ঘটনার রহস্যভেদ করল লালবাজার। এই ঘটনায় মূল অভিযুক্ত অরুণাভ পাত্র এবং অর্জুন দাস নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মধুচক্রের টাকার বখরা নিয়ে টানাপোড়েনের জেরে এই খুন।
ঘটনায় প্রকাশ, সোমবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ডালিয়া নামে নরেন্দ্রপুরের বাসিন্দা ওই তরুণী। মঙ্গলবার হরিদেবপুরে রাস্তার পাশে তাঁর দেহ উদ্ধার হয়। সকালে দেহ উদ্ধারের পর তরুণীর মোবাইল ফোন থেকে অরুণাভ পাত্রের খোঁজ পায় পুলিশ। বিকেলে সোনারপুর থেকে তাঁকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা।
পুলিশের প্রাথমিক অনুমান ছিল, গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে ডালিয়া চক্রবর্তী নামের ওই তরুণীকে। মৃতার স্বামী রাহুল চক্রবর্তী অরুণাভ-সহ আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে নেমে তারা জানতে পেরেছে ডালিয়া ‘এসকর্ট সার্ভিসে’র সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই তাঁর সঙ্গে আলাপ হয় অরুণাভর। জেরায় ধৃত জানিয়েছে, ডালিয়ার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল তাঁর। দু’জনে মিলে মধুচক্র চালাতেন। সেই টাকার বখরা চাইতে দোলের আগের বিকেলে তাঁর বাড়িতে আসেন ওই তরুণী। তখন পাওনাগন্ডা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ হয়। এর পর ডালিয়ার ওড়না দিয়েই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়।
মঙ্গলবার অরুণাভকে গ্রেফতারের পর বুধবার সকালে অর্জুন দাসকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাটসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।