উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মন্দির চত্বরে অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে আট জন পুণ্যার্থীর। গুরুতর আহত আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ ও অন্যান্য উদ্ধারকারী দল। উদ্ধার কাজ চলছে জোরকদমে। গাড়োয়ালের ডিভিশন কমিশনার বিনয় শঙ্কর জানান, কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে শ্রাবণ মাসে মন্দিরে বিপুল পুণ্যার্থীর ভিড় জমে, সেই অতিরিক্ত ভিড়ই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক অনুমান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পাহাড়চূড়ায় অবস্থিত এই মন্দিরে উঠতে সিঁড়ি ব্যবহার করতে হয়। সেই সিঁড়িতেই হুড়োহুড়ির ফলে একাধিক ব্যক্তি পড়ে যান। পিছনে থাকা পুণ্যার্থীরা থামতে না পেরে তাঁদের উপর দিয়েই হাঁটতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই দৃশ্যের একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে আহতদের অ্যাম্বুলেন্সে তোলা ও হাসপাতালে পাঠানোর দৃশ্য ধরা পড়েছে।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “স্থানীয় প্রশাসনের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি। পরিস্থিতির উপরে কড়া নজর রাখা হচ্ছে।” আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি, রাজ্য সরকারের তরফে সবরকম সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করতে সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।