প্রথম পাতা খবর দু-এক দিনের মধ্যেই হকার শংসাপত্র দেওয়া শুরু কলকাতায়

দু-এক দিনের মধ্যেই হকার শংসাপত্র দেওয়া শুরু কলকাতায়

181 views
A+A-
Reset

বুধবার টাউন ভেন্ডিং কমিটির বৈঠক হয়ে গেল। যেখানে হকারদের উচ্ছেদ, পুনর্বাসন ও সার্টিফিকেট ইস্যু ঘিরে পুরসভা ও হকার নেতৃত্বের মধ্যে আলোচনা হয়।

পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী, ৮৭২৭ জন হকারকে ‘ভেন্ডিং সার্টিফিকেট’ দেওয়া হবে—এ কথা এদিনের বৈঠকে চূড়ান্ত হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সার্টিফিকেট প্রদানে সাময়িক বিলম্ব হচ্ছে, তবে দু-এক দিনের মধ্যেই তা শুরু হবে।

তবে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি ও টাউন ভেন্ডিং কমিটির সদস্য অসিত সাহা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “চাঁদনি, ডালহৌসি, পার্ক স্ট্রিটের মতো জায়গায় ফুটপাতই নেই। সেখানে কীভাবে হকার বসবেন? পুনর্বাসন ও রেজিস্ট্রেশনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে আমরা আদালতের দ্বারস্থ হব।”

পুরসভার পাল্টা বক্তব্য—হকার আইন অনুযায়ী, ব্ল্যাক টপ রাস্তায় হকার বসার অনুমতি নেই। তবে পুরসভা বিষয়টি সহানুভূতির চোখে দেখছে। ‘এক জানলা নীতি’র মাধ্যমে সহজেই সার্টিফিকেট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়, হকারদের পুরসভার নিয়ম মেনেই চলতে হবে, তাহলেই সার্টিফিকেটের পাশাপাশি সরকারি সহযোগিতা মিলবে।

প্রসঙ্গত, গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাতে হকার বসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারপরেই কলকাতা পুরসভা হকার সমীক্ষা চালিয়ে সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া শুরু করে। পুরসভার লক্ষ্য—হকারদের নিয়মমাফিক পুনর্বিন্যাস করে ফুটপাতে বসানো।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.