প্রথম পাতা খবর “আমি বিজেপিতে যোগ দিচ্ছি”, জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

“আমি বিজেপিতে যোগ দিচ্ছি”, জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

769 views
A+A-
Reset

কলকাতা: আগের ঘোষণা মতোই পদত্যাগ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের আগস্ট মাসেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তবে তাঁর আগেই ইস্তফা দেওয়ার দিলেন। জিপিও মারফত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন তিনি।

মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাড়ি ফিরে আসেন অভিজিৎ। জানান, সূর্য সেনের মূর্তির পাশে বৈঠক করবেন না। বদলে তাঁর সল্টলেকের বাড়িতে সাংবাদিকদের আসতে বলেন। দুপুর ২টোয় নিজের বাড়িতেই মুখোমুখি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ জানিয়ে দেন, “আমি বিজেপিতে যোগ দিচ্ছি।”

তিনি বলেন, “আমি বিজেপিতে যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ। কোন আসনে দাঁড়াব সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন বিজেপির শীর্ষনেতৃত্ব। বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে।”

লোকসভা ভোটে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বললেন, “আমি টিকিট পাব কী না পাব জানি না। লড়ি বা না লড়ি আপাতত বিজেপিতে যোগদান করলাম।” রাজনীতিতে নামার কারণ হিসেবে আবারও তিনি বলেন, “তৃণমূলই রাজনীতিতে নামার অনুপ্রেরণা জুগিয়েছে।তাঁদের মুখপাত্ররা বহু সময়ে অপমানজনক কথা বলেছেন। তাঁরা জানেন না বিচারপতিকে আক্রমণ করা যায় না। শুধু তাই নয়, জজকে উদ্দেশ্যে করে গালিগালাজ করেছেন। আসলে ওদের অনেক দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছিল।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.