কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আজ আদালতে শুনানি হবে। বিচারভবনে এই মামলার প্রক্রিয়া চলবে, যেখানে সিবিআই তাদের দাখিল করা চার্জশিট নিয়ে আদালতের সামনে নিজেদের বক্তব্য পেশ করবে।
গত ২৭ ডিসেম্বর সিবিআই এই মামলায় একটি চার্জশিট জমা দেয়। এতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ব্যবসায়ী অয়ন শীল এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রমাণের উল্লেখ রয়েছে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি লেনদেনের স্পষ্ট প্রমাণ তারা পেয়েছে।
এছাড়া, এই মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধেও তদন্ত চলছে, তবে এখনও তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়নি। আজকের শুনানিতে এই মামলার পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হতে পারে বলে মনে করা হচ্ছে।