তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। সকাল গড়াতেই রোদের তেজ সহ্য করা কঠিন হয়ে উঠছে। ছাতা, সানগ্লাস কিংবা জল কিছুই যেন পর্যাপ্ত নয় এই অস্বস্তিকর গরম থেকে রক্ষা পেতে। এই অবস্থাতেই নতুন করে আশঙ্কার বার্তা দিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১১ মে থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে তাপপ্রবাহ। এই পরিস্থিতি অন্তত ১২ মে পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আইএমডি। মূলত পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া প্রবাহিত হওয়ায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করবে।
যেসব জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে— পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। ওইসব অঞ্চলে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি বেশি। একইসঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদাতেও ১১ মে পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আইএমডি ইতিমধ্যেই জানিয়েছে, চলতি বছর দেশের বহু রাজ্যে স্বাভাবিকের তুলনায় বেশি গরম পড়বে। বিশেষ করে উত্তর, মধ্য ও পূর্ব ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত বেশিদিন তাপপ্রবাহ চলতে পারে। যদিও দক্ষিণ ও পূর্ব ভারতে তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকবে বলেই জানানো হয়েছিল।