রাজ্যে আবার বাড়বে গরম। দক্ষিণবঙ্গে আজ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুকনো। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টি নেই, তবে শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে পারদ ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, যা ৩৫ ডিগ্রির গণ্ডি ছাড়াতে পারে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।
আগামী ২৭ মার্চ পর্যন্ত উত্তরের কোথাও আর আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এই আবহে আগামী ৩ দিনে উত্তরের জেলাগুলিতে সর্বোচ্চ পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর ২৮ মার্চ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। এরপর ফের ৩১ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে আর কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।