অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে কেরলের প্রমাদম স্টেডিয়ামে অবতরণের সময় তাঁর হেলিকপ্টারের ওজনে ভেঙে পড়ে হেলিপ্যাডের একাংশ। তাতে কপ্টারটি এক দিকে হেলে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত রাষ্ট্রপতি ও তাঁর নিরাপত্তা কর্মীরা নিরাপদে আছেন বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ঘটনাটি ঘটে রাষ্ট্রপতির শবরীমালা মন্দির দর্শনের পথে। চার দিনের সরকারি সফরে মঙ্গলবার কেরলে পৌঁছেছিলেন রাষ্ট্রপতি মুর্মু। বুধবার সকালে তিনি পাঠানমথিট্টা জেলায় পৌঁছোন। এখান থেকেই শবরীমালা মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর।
দৃশ্যটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর এক্স হ্যান্ডলে (পূর্বে টুইটার) প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রমাদম স্টেডিয়ামে অবতরণের পরই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে এবং হেলিকপ্টারটি এক দিকে হেলে যায়। উপস্থিত দমকল ও পুলিশকর্মীরা দ্রুত ছুটে এসে ঠেলে কপ্টারটিকে সোজা করেন।
ভিডিয়োতে দেখা গেছে, নিরাপত্তা ও দমকল কর্মীরা হাতে ঠেলে হেলিকপ্টারটি স্থিতিশীল করার চেষ্টা করছেন, যাতে তা আরও ক্ষতিগ্রস্ত না হয়। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে, “হেলিকপ্টারটি অবতরণের কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিপ্যাডের অংশ বিশেষ ধসে পড়ে। তবে পাইলট দ্রুত কপ্টারটির ভারসাম্য বজায় রাখেন।”
রাষ্ট্রপতি মুর্মু মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করেন। তাঁকে স্বাগত জানান কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বুধবার সকালে তাঁর শবরীমালা মন্দিরে গিয়ে দর্শন ও আরতি করার কর্মসূচি ছিল।
রাষ্ট্রপতির অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, “রাষ্ট্রপতি সম্পূর্ণ নিরাপদ আছেন। ঘটনাস্থলে উপস্থিত সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক কাজ করেছে।”
ঘটনার পর প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাডটি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।