দক্ষিণবঙ্গের আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের কবলে পড়তে চলেছে কলকাতা-সহ একাধিক জেলা। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
বৃহস্পতিবার ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক করা হয়েছে প্রশাসনকে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে। শনিবার এই তালিকায় যোগ হবে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, রবিবার ও সোমবারও কয়েকটি জেলায় দুর্যোগ চলবে।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস মিলেছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি ও ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। শনিবার ও রবিবার দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বর্ষণ হতে পারে। জলপাইগুড়ি ও কালিম্পংয়েও নামতে পারে ভারী বৃষ্টি।
সমুদ্রও উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে শনিবার ও রবিবার ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। মৎস্যজীবীদের ওই সময়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি কম।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী মঙ্গলবারের আগে পরিস্থিতির বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। ফলে, টানা কয়েক দিন ঝড়বৃষ্টি সামলাতেই হবে দক্ষিণবঙ্গবাসীকে।