কলকাতা: আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সারা দিন কমবেশি বৃষ্টিপাত হবে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার তুলনামূলক কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলি জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ৪৫ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে শুক্রবারের জন্য এর চেয়ে বেশি হওয়ার আশঙ্কা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রাত ১১টা ১২ মিনিটে ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। পশ্চিমবঙ্গের উপকূলেও ঝড়বৃষ্টি হচ্ছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলে রাতেও ঝড়বৃষ্টি চলছে। তবে এখনও পর্যন্ত কলকাতায় তেমন কোনও প্রভাব দেখা যায়নি। জোরে হওয়া দিচ্ছে আর মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি। এ দিকে, দানার জেরে দিঘার সৈকতে বেড়েছে জলস্তর। গার্ডওয়াল ছাপিয়ে জল উঠে এসেছে রাস্তায়। সঙ্গে ঝোড়ো হাওয়াও। দফায় দফায় চলছে বৃষ্টিপাত।