ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির বড় ধাক্কা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ৮১ আসনের মধ্যে ৫১টিতে এগিয়ে রয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯ আসনে এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
এই জয় হেমন্ত সোরেনকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে আসীন করার পথ প্রশস্ত করেছে। ঝাড়খণ্ডে বিজেপির আগ্রাসী প্রচারের মোকাবিলায় ইন্ডিয়া ব্লকের এই সাফল্য তাদের আধিপত্যকে আরও মজবুত করেছে।
বারহাইত বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ১৭,৩৪৭ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির গামলিয়েল হেম্ব্রমের থেকে। তবে গ্যান্ডে কেন্দ্র থেকে সোরেনের স্ত্রী ও জেএমএম প্রার্থী কল্যাণী সোরেন ৩,০৬০ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির মুনিয়া দেবীর থেকে।
এই নির্বাচনে মোট ১,২১১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (বারহাইত), তাঁর স্ত্রী কল্যাণী (গ্যান্ডে), প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি (ধানওয়ার) এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চাম্পাই সোরেন (সেরাইকেলা)।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে এবং পুরো প্রক্রিয়া বিকেল ৪টার মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।