প্রথম পাতা খবর ওবিসি তালিকা নিয়ে ফের প্রশ্ন হাই কোর্টের, সমীক্ষা পদ্ধতি ঘিরে তোপ

ওবিসি তালিকা নিয়ে ফের প্রশ্ন হাই কোর্টের, সমীক্ষা পদ্ধতি ঘিরে তোপ

244 views
A+A-
Reset

২০১০ সালের পরে রাজ্য সরকার যে ওবিসি তালিকা তৈরি করেছিল, তা কলকাতা হাই কোর্ট বাতিল করেছিল। এবার নতুন তালিকা তৈরির জন্য রাজ্য যে সমীক্ষা চালাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলল আদালত।

বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে, যেসব সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, সেখান থেকেই কেন আবার আবেদন নেওয়া হচ্ছে। আদালতের মতে, এই প্রক্রিয়া স্বচ্ছ নয়।

বিচারপতিরা বলেন, কমিশন নিজে কেন বিজ্ঞপ্তি দেয়নি, তার ব্যাখ্যা দিতে হবে। বিজ্ঞাপন ও সমীক্ষার পদ্ধতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত নির্দেশ দিয়েছে, বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে এবং বিডিওদের মাধ্যমে নতুন করে আবেদন আহ্বান করতে হবে। এই বিষয়ে জাতীয় ওবিসি কমিশনকেও মামলায় যুক্ত করেছে আদালত।

যদিও রাজ্য অন্যান্য অনগ্রসর শ্রেণি কমিশন প্রথমে নিজেদের সমীক্ষা পদ্ধতির ভুল মানতে চায়নি, পরে আংশিকভাবে আদালতের বক্তব্য মেনে নেয়। একই সঙ্গে তারা আদালতের কাছে অনুরোধ জানায় যাতে এখনই হস্তক্ষেপ না করা হয়। আদালত আপাতত এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও কীভাবে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে, তার বিস্তারিত তথ্য হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে। আগামী শুনানি ১৯ জুন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.