কলকাতা: স্বাস্থ্যসাথী প্রকল্প চালু রাখা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, নির্বাচিত সরকার নিজেদের বিচার-বিবেচনা অনুযায়ী প্রকল্প চালু করতেই পারে, আদালত সেখানে হস্তক্ষেপ করবে না।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যবিমার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পরই চালু হয় স্বাস্থ্যসাথী প্রকল্প, যেখানে রাজ্যের বাসিন্দারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পান। যদিও এই প্রকল্প নিয়ে অভিযোগও উঠেছে, এবং ২০২১ সালে চিকিৎসক কুণাল সাহা এক জনস্বার্থ মামলা করেন, যেখানে দাবি করা হয় যে প্রকল্পের বেশিরভাগ সুবিধাই সাধারণ মানুষ পাচ্ছেন না।
তবে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, স্বাস্থ্যসাথী প্রকল্প জনস্বার্থে চালু হয়েছে এবং সরকার কীভাবে এটি পরিচালনা করবে, তা ঠিক করার পূর্ণ অধিকার সরকারেরই রয়েছে। ফলে আদালত সেখানে হস্তক্ষেপ করবে না। উল্লেখ্য, স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরুদ্ধে আরও কয়েকটি জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে।