মন্দারমণি হোটেল মামলায় কেন্দ্রের অস্পষ্ট জবাবে অসন্তুষ্ট হাইকোর্ট

মন্দারমণির ১৪০টি হোটেল ও রেস্তোরাঁ ভাঙার নোটিস ঘিরে মামলা চলাকালীন কেন্দ্রের জবাবে অসন্তুষ্ট হল কলকাতা হাইকোর্ট। পরিবেশ আদালতের নির্দেশে ভাঙার নোটিস দেওয়া হলেও, হাইকোর্টের স্থগিতাদেশে আপাতত সেই কাজ বন্ধ।

শুক্রবার শুনানিতে বিচারপতি জানতে চান, মন্দারমণি এলাকায় কোস্টাল রেগুলেশন জোন (CRZ) চিহ্নিত আছে কি না। কেন্দ্র জানায়, রাজ্যে এমন কোনও নির্দিষ্ট চিহ্নিত এলাকা নেই। এতে বিস্মিত হন আদালত। বিচারপতি মন্তব্য করেন, সমুদ্রতীরবর্তী এলাকায় নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম থাকবেই, অথচ কেন্দ্র তা স্পষ্ট করছে না।

পরিবেশ দফতরও জানায়, এই বিষয়ে ছাড়পত্র দেওয়ার ক্ষমতা রাজ্যের নয়, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের। বিচারপতি জানান, আদালত খতিয়ে দেখবে হোটেলগুলি আইনের সীমারেখায় চলছে কি না। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?