রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডকে কার্যত হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। তা না হলে, দেরির কারণ আদালতে জানাতে হবে।
মঙ্গলবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। মামলাকারী দীপঙ্কর বিশ্বাসের হয়ে আইনজীবী জানান, জেইই মেন্স, অ্যাডভান্সড এবং নিটের মতো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। অথচ ২৭ এপ্রিল হওয়া রাজ্যের জয়েন্ট পরীক্ষার রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। ফলে মেধাবী ছাত্রছাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
আদালতের কড়া পর্যবেক্ষণ, “ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।” পাশাপাশি জানানো হয়েছে, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার সঙ্গে ফলাফল প্রকাশের কোনও সম্পর্ক নেই। তাই রাজ্য সরকার এবং বোর্ডকে দ্রুত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।
বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাংলার পড়ুয়ারা শুধু এই দেরির কারণে পিছিয়ে পড়ছে বলে আদালতে জানান মামলাকারীর আইনজীবী। এখন দেখার, আদালতের এই হুঁশিয়ারির পর কবে প্রকাশিত হয় জয়েন্টের ফলাফল।