বেআইনি নির্মাণ রুখতে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওয়াটগঞ্জের একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে।
আদালত জানায়, ১৬ মে’র মধ্যে ওই বাড়ি খালি না-হলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে, কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক আধিকারিকের হলফনামা দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তাঁর মন্তব্য, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার বদলে ওই অফিসার অভিযুক্তের পক্ষ নিয়ে কাজ করেছেন। আদালত তাঁকে সাসপেন্ড করারও নির্দেশ দেয়।
হাই কোর্টের কড়া বার্তা, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না-করলে ভবিষ্যতে এমন বেআইনি কাজ বাড়বে। রাজ্য সরকারকেও সতর্ক করে আদালত জানিয়েছে, বেআইনি নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন সংশ্লিষ্ট নির্মাণ ভাঙার ছবি জমা দিতে হবে আদালতে।