প্রথম পাতা খবর প্রাক্তন স্ত্রী ও মেয়ের খোরপোশ বাবদ মাসে ৪ লক্ষ টাকা দিতে হবে, মহম্মদ সামিকে নির্দেশ হাইকোর্টের

প্রাক্তন স্ত্রী ও মেয়ের খোরপোশ বাবদ মাসে ৪ লক্ষ টাকা দিতে হবে, মহম্মদ সামিকে নির্দেশ হাইকোর্টের

256 views
A+A-
Reset

ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামিকে তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ও কন্যার খোরপোশ বাবদ মাসে ৪ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় এই রায় দেন। এর মধ্যে প্রাক্তন স্ত্রী হাসিনের জন্য মাসে দেড় লক্ষ এবং মেয়ের জন্য মাসে আড়াই লক্ষ টাকা দিতে হবে সামিকে।

২০১৮ সালে গার্হস্থ্য হিংসার অভিযোগে সামির বিরুদ্ধে মামলা করেন হাসিন জাহান। এরপর মাসে ১০ লক্ষ টাকার খোরপোশ দাবি করেন তিনি—যার মধ্যে ৭ লক্ষ নিজের জন্য এবং ৩ লক্ষ মেয়ের জন্য। যদিও ২০২৩ সালের জানুয়ারিতে আলিপুর আদালত হাসিনকে মাসে ৫০ হাজার ও মেয়ের জন্য ৮০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। সেই রায়ের বিরোধিতা করে হাইকোর্টে যান হাসিন।

রায় ঘোষণার সময় বিচারপতি বলেন, “আবেদনকারী (হাসিন) দ্বিতীয়বার বিবাহ করেননি এবং একা মেয়েকে বড় করছেন। তাঁদের ভবিষ্যত আর্থিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই খোরপোশ নির্ধারণ করা হল।” আদালত সামির আয় সম্পর্কেও মন্তব্য করে জানায়, ২০২০-২১ অর্থবর্ষে সামির আয় ছিল প্রায় ৭ কোটি ১৯ লক্ষ টাকা।

সেইসঙ্গে বিচারপতি নিম্ন আদালতকে এই সংক্রান্ত মূল মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.