প্রথম পাতা খবর হাওড়া পুরভোট নিয়ে প্রশ্ন হাই কোর্টের, রাজ্যকে জবাব দিতে নির্দেশ

হাওড়া পুরভোট নিয়ে প্রশ্ন হাই কোর্টের, রাজ্যকে জবাব দিতে নির্দেশ

251 views
A+A-
Reset

কলকাতা: এত দিনেও হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ায় ফের প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয়, কেন এখনও ভোট হয়নি, তা জানাতে হবে আগামী আট সপ্তাহের মধ্যে।

হাওড়া পুরসভায় শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। সেই ভোটে জয়ী হয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু ২০১৮ সালে সেই বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরেও নতুন নির্বাচন ঘোষণা করা হয়নি। প্রশাসকমণ্ডলী দিয়েই পুরসভা পরিচালনা করছে রাজ্য সরকার।

এর আগে ভোট করানোর উদ্যোগ নেওয়া হলেও, বালি পুরসভা নিয়ে জটিলতার কারণে তা আটকে যায়। ২০১৬ সালে বালি পুরসভাকে হাওড়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। পরে ২০২১ সালে আবার তা পৃথক করার সিদ্ধান্ত হয়, যা নিয়ে টানাপোড়েন শুরু হয়। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও রাজ্যের মতবিরোধ তৈরি হয়।

পুরভোট না হওয়ায় ইতিমধ্যেই হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। গত বছর আদালত সময়মতো ভোট করানোর নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। এ বার রাজ্যের কাছ থেকে নির্দিষ্ট ব্যাখ্যা চাইল হাই কোর্ট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.