প্রথম পাতা খবর SSC পরীক্ষার্থীদের সুবিধায় রবিবার খোলা থাকছে দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে

SSC পরীক্ষার্থীদের সুবিধায় রবিবার খোলা থাকছে দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে

176 views
A+A-
Reset

পরীক্ষার্থীদের স্বার্থেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রশাসন। টানা দু’টি রবিবার বন্ধ থাকার পর এ বার খোলা থাকছে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) এবং কোনা এক্সপ্রেসওয়ে। রবিবার রাজ্যে অনুষ্ঠিত হবে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে কোনওরকম অসুবিধায় না পড়ে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।

কেন এত গুরুত্ব এই পরীক্ষায়?

২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় সেই প্যানেল। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতের নির্দেশ মেনে সেই পরীক্ষাই আবার নতুন করে নেওয়া হচ্ছে রবিবার। ফলে কয়েক লক্ষ পরীক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

অতীতে সমস্যার ছবি

গত দুই রবিবার দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ ছিল ভোর ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

  • দ্বিতীয় হুগলি সেতুতে কেব্‌ল মেরামতির কাজ করেছে হুগলি রিভার্স ব্রিজ কমিশনার্স (HRBC)।
  • কোনা এক্সপ্রেসওয়েতে চলছে ‘এলিভেটেড করিডর’-এর কাজ। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানো হচ্ছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে।

রবিবার সাধারণত ছুটির দিন হওয়ায় এবং নিত্যযাত্রীর সংখ্যা কম থাকায় এই কাজের জন্য বেছে নেওয়া হচ্ছিল ওই দিন। তবে এর ফলে ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। গাড়িগুলিকে ঘুরপথে চালানো হচ্ছিল, সময় লাগছিল অনেক বেশি।

প্রশাসনের পদক্ষেপ

এ বার তবে পরীক্ষার্থীদের ভোগান্তি ঠেকাতে উদ্যোগী হল প্রশাসন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, SSC পরীক্ষার দিন দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে সচল রাখা হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে একাধিক সহায়ক ব্যবস্থা থাকবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.