প্রথম পাতা খবর উত্তরপ্রদেশের হাসপাতালে আগুন, ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু, উদ্ধার ৩৭

উত্তরপ্রদেশের হাসপাতালে আগুন, ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু, উদ্ধার ৩৭

252 views
A+A-
Reset

উত্তরপ্রদেশের ঝাঁসি শহরের একটি সরকারি হাসপাতালে আগুন লেগে মর্মান্তিকভাবে প্রাণ গেল ১০ জন শিশুর। শুক্রবার রাতে ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এনআইসিইউ (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে।

দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ হাসপাতালে হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। তবে তাদের আগমনের আগেই হাসপাতালের কর্মীরা জানলা ভেঙে ৩৭ জন শিশুকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবুও আগুনের ভয়াবহতায় প্রাণ হারায় অন্তত ১০ শিশু।

ঘটনার পর ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার জানান, “আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধিকাংশ শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও ১০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

ঘটনাস্থলে পৌঁছানোর কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোকপ্রকাশ করে বলেছেন, “ঝাঁসি মেডিক্যাল কলেজে এনআইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুদের মৃত্যু হৃদয়বিদারক। মৃত শিশুদের আত্মার শান্তি কামনা করি এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.