ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাধন পাণ্ডে। মন্ত্রী সাধন পাণ্ডের শারীরিক অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। তবে গুজব ছড়িয়ে পাণ্ডে পড়ে বর্ষীয়ান এই মন্ত্রীর মৃত্যু হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভিত্তিহীন ও ভুল খবর ছড়ানো হচ্ছে বলেই বিবৃতি প্রকাশ করলেন সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে। শুধু বিবৃতি প্রকাশই নন, তিনি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেও একই কথা জানিয়েছেন। এবং বাবার দ্রুত আরোগ্য কামনায় সকলকে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তিনি।
রবিবার সকালে শ্রেয়া পাণ্ডে জানিয়েছেন, তাঁর বাবাকে ৩০ শতাংশ অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। তবে গুজবে কান না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এদিকে, সাধন পাণ্ডের আরোগ্য কামনায় পুজোর আয়োজন করা হয়। করা হয় যজ্ঞ। পুজো দেন শ্রেয়া পাণ্ডেও।
আরও পড়ুন: প্রয়োজনের তুলনায় মাত্র ১৫ শতাংশ ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন ফিরহাদ
শ্রেয়ার আবেদন, “কিছু সোশ্যাল মিডিয়া তে আমার বাবার সম্পর্কে ভিত্তিহীন ভুল খবর ছড়িয়েছে। এটি আমার পরিবারকে, আমার বাবার অনুগামীদের বেদনাহত করেছে এবং আমি এই বিষয়ে সারাক্ষন ফোন পেয়েই যাচ্ছি। দয়া করে এ জাতীয় জিনিস রটনা থেকে বিরত থাকুন। এটি সংবেদনশীল সময় এবং আমরা জানি যে আপনারা চিন্তিত, তাঁর শীঘ্রই সুস্থ হয়ে ওঠার জন্য আমাদের কেবল আপনাদের প্রার্থনা দরকার। আমার বাবা একজন যোদ্ধা এবং তিনি এবারও আমাদের সকলের জন্য সুস্থ হয়ে উঠবেন । প্রার্থনার শক্তি অসীম তার জন্য আপনারা সেই প্রার্থনায়ই করুন।”