আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। বুধবার অক্ষয়তৃতীয়ার দিনে আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে গিয়ে অসুস্থ বোধ করেন তিনি। এরপর তড়িঘড়ি তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌগত রায়ের বুকে পেসমেকার বসানো হয়েছে।
৭৭ বছর বয়সি সৌগতবাবুর শরীরে সংক্রমণের আশঙ্কা থাকায় তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে।
তাঁকে দেখতে হাসপাতালে ছুটে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা জানান, “উনি আপাতত স্থিতিশীল। তবে সংক্রমণের ঝুঁকি আছে, তাই ওঁকে আলাদা রাখতে হবে।”
প্রসঙ্গত, এর আগেও মার্চ মাসে লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত রায়। তখনও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও ভর্তি করার প্রয়োজন পড়েনি।