পূর্ব মেদিনীপুর: হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি। ভোগপুর রেলস্টেশনে ট্রেন দাঁড়িয়ে প্রায় পাঁচ ঘণ্টা। নাজেহাল যাত্রীরা। মূলত এস২ এবং এস৩ কামরার মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যায় ট্রেনটি।
শনিবার সকাল ১০.৫০টা নাগাদ হাওড়া থেকে ছাড়ে হাওড়া ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে। কিন্তু বেলা ১২টা নাগাদ এস৩ কামরার কাছে গাড়ির চাকা ব্রেকে সমস্যা দেখা দেয়। যার ফলে দাঁড়িয়ে যায় ট্রেন। যার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। দুপুর ২টো নাগাদ ট্রেনের কামরা সরানো হয়। এস৩ কামরাটি সরিয়ে অন্য নতুন কামরা সংযোগের ব্যবস্থা চলে।
রেল সূত্রে খবর, প্রযুক্তির ভাষায় এই বিষয়টিকে বলা হয় ব্রেক বাইন্ডিং। অনেকের মতে, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুরন্ত এক্সপ্রেস।
খবর পেয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আরপিএফের কাছে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকলেও রেলের তরফে উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।