প্রথম পাতা খবর হাওড়ার ভাগাড়ে ধস: ক্ষতিগ্রস্তদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে পুনর্বাসনের ঘোষণা

হাওড়ার ভাগাড়ে ধস: ক্ষতিগ্রস্তদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে পুনর্বাসনের ঘোষণা

494 views
A+A-
Reset

হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বড় ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ৯৬টি পরিবারকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি, হাওড়ার বড় নিকাশি নালা ও রাস্তা নির্মাণের দায়িত্ব নিয়েছে কেএমডিএ।

নিউটাউনে পুর আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার এই ঘোষণা করেন কলকাতার মেয়র। তিনি বলেন, “হাওড়ার ভাগাড় ধসের ফলে ৯৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করা হবে, যা সম্পূর্ণ হতে এক থেকে দেড় বছর সময় লাগবে।”

এছাড়াও, হাওড়ার পরিকাঠামো উন্নয়নের জন্য বড় নিকাশি নালা ও রাস্তা তৈরির দায়িত্ব কেএমডিএর হাতে তুলে দেওয়া হয়েছে। ছোটখাটো কাজ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে হাওড়া পুরসভা। ফিরহাদ জানান, “পানিহাটির মতো হাওড়াতেও বড় রাস্তা ও নিকাশি নালা তৈরি করবে কেএমডিএ। ভাগাড় সংক্রান্ত সিদ্ধান্ত, বাংলার বাড়ি প্রকল্পের কাজ সবই কলকাতা পুরসভা করবে।”

এদিকে, ভাগাড়ের মাটির গুণমান পরীক্ষা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। পরীক্ষার রিপোর্ট হাতে এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.