সুখবর! শীঘ্রই হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকে চলবে এসি লোকাল ট্রেন

কলকাতা: শীঘ্রই শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে চলবে এসি লোকাল ট্রেন। সম্প্রতি পূর্ব রেলের জন্য এসি ট্রেনও বরাদ্দ করে দেওয়া হয়েছে। আপাতত মহারাষ্ট্রে চলে এসি লোকাল ট্রেন। তবে ক্রমশ দেশের বিভিন্ন রুটে এসি ট্রেন চালু করা হচ্ছে বলে রেল সূত্রে খবর।

জানা গিয়েছে, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবর্ষে আটটি বারো কোচের এসি ট্রেন তিনটি রেল জোনের জন‌্য অনুমোদিত হয়েছে। এর মধ্যে দু’টি পূর্ব রেলের জন্য। চারটি ওয়েস্টার্ন রেলে ও একটি সাদার্ন রেলে। হাওড়া ও শিয়ালদহ- দুই ডিভিশনই পূর্ব রেলের অধীন। ফলে এই দুই লাইনে এসি লোকাল ট্রেন শীঘ্রই চলবে বলে অনুমান করা হচ্ছে।

মুম্বইয়ে এসি লোকাল ট্রেনের রেওয়াজ রয়েছে বেশ কয়েক বছর ধরে। ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেলের তরফে জানানো হয়েছে, এসি ট্রেনে যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে। এই ট্রেন চালানোর ফলে আয় দ্বিগুণ হচ্ছে রেলের। তাই এসি লোকালের সংখ্যা বাড়ানোর পথেই হাঁটছে রেল।

তবে অনেকের মতে, এসি লোকাল ট্রেনে অতিরিক্ত ভাড়া গুণতে হবে। কেউ যদি সেই কামরাতে সাধারণ টিকিট নিয়ে চড়ে বসেন, পরে ধরপাকড়ে জড়াতে পারেন বলে আশঙ্কাও করা হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক