হাওড়ায় ফের কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল হাওড়া সিটি পুলিশ। রবিবার দিনভর সাঁতরাগাছি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় স্টিল পোর্টাল বিম বসানোর কাজ এবং দ্বিতীয় হুগলি সেতুর কেবল ও বেয়ারিং বদল চলবে। এর জেরে একাধিক গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। হাওড়া সিটি পুলিশের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে।
ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা
- সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে নিবরা দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরপথে জগাছা-মহিয়ারি রোড হয়ে যেতে হবে।
- কাজিপাড়া থেকে আসা গাড়িগুলিকেও বিকল্প পথে সাঁতরাগাছি যেতে হবে।
- কোলাঘাট বা ডানকুনি থেকে কলকাতাগামী গাড়িগুলিকে রবিবার কোনা এক্সপ্রেসওয়ে বা বিদ্যাসাগর সেতুতে ঢুকতে দেওয়া হবে না। ওই গাড়িগুলিকে ধূলাগড়-নিবরা-সলপ হয়ে বিবেকানন্দ সেতু ধরতে হবে।
- কোলাঘাটগামী গাড়িগুলিকে কাজিপাড়া–জিটি রোড–আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরতে হবে।
- ডানকুনিগামী গাড়িগুলিকে কাজিপাড়া থেকে বালি হয়ে যেতে হবে।
- কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।
সেতুর গুরুত্ব ও সংস্কারের প্রয়োজন
প্রসঙ্গত, গত রবিবারও বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি সেতুতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। কলকাতার সঙ্গে হাওড়ার অন্যতম প্রধান সংযোগ মাধ্যম এই সেতু। প্রতিদিন হাজার হাজার গাড়ি এখানে যাতায়াত করে। পাশাপাশি, নবান্নে পৌঁছনোর অন্যতম প্রধান রাস্তাও এটি।
৮২৩ মিটার দীর্ঘ এই কেবল সেতুটি এ বছর ৩৩ বছরে পা দিয়েছে। সেতু বিশেষজ্ঞদের মতে, যে কোনও সেতু দিয়ে টানা ২৫ বছর যান চলাচল হলে তার কেবল, এক্সপ্যানশন জয়েন্ট, ডেক স্ল্যাব বদল অপরিহার্য হয়ে যায়। নইলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।
দ্বিতীয় হুগলি সেতু নির্মাণের পর থেকে ২৭ বছর কেটে গিয়েছে। সেই কারণেই বর্তমানে সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং বদল অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে নাগরিকদের রবিবারের জন্য বিকল্প রুট মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।