প্রথম পাতা খবর এজরা স্ট্রিটে আগুন, দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে, ভস্মীভূত বেশ কিছু দোকান

এজরা স্ট্রিটে আগুন, দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে, ভস্মীভূত বেশ কিছু দোকান

280 views
A+A-
Reset

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাতে বড়বাজার থানা এলাকার এজরা স্ট্রিটের কাছে একাধিক দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। টেরিটি বাজারে একাধিক আগুন ছড়িয়ে পড়ে।

এজরা স্ট্রিটের আলোর মার্কেট বেশ জনপ্রিয়। কালীপুজো বা দীপাবলির আগে অনেকেই এই এজরা স্ট্রিটে আলো কিনতে যান। এই সময় ব্যবসায়ীরাও বড় লাভের মুখ দেখেন। তার মধ্যে বেশ কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।

বুধবার ভরসন্ধ্যায় জনবহুল ওই এলাকায় আগুন লেগে যায়। টেরিটি বাজারের উল্টো দিকে কাঠের বাক্সের একটি গুদামে আগুন লেগেছিল। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানে।দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, রাত ৯টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আনাচে কানাচে কিছু জায়গায় আগুন এখনও রয়ে গিয়েছে। সেগুলিও নেভানোর কাজ চলছে। কী ভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.