উত্তরাখণ্ডের সিল্কিয়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ায় তার ভিতরে আটকে রয়েছেন ওই সুড়ঙ্গে কাজ করা ৪০ জন শ্রমিক। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও শ্রমিকদের বের করা যায়নি। জরুরিকালীন ভিত্তিতে উদ্ধারকাজ চলছে।
জানা গিয়েছে, উদ্ধার করতে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের মধ্যে প্রায় ২০০ মিটার চওড়া জায়গা ধস নেমেছিল। বড় বড় পাথর, বোল্ডার ভেঙে পড়ে পুরো অংশটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বর্তমানে সুড়ঙ্গের ভিতরে ধসে পড়া ওই পাথর কাটা হচ্ছে। পাথরের ও’প্রান্তেই আটকে রয়েছেন শ্রমিকরা। তাদের পাইপের মাধ্যমে অক্সিজেন ও পানীয় জল পাঠানো হচ্ছে।
এনডিআরএফের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের ভিতরে উদ্ধারকারী দলের থেকে প্রায় ৪০ মিটার দূরত্বেই আটকে রয়েছেন শ্রমিকরা। এরমধ্যে পাথর কেটে ২১ মিটার রাস্তা সাফ করা হয়েছে। ১৯ মিটার পাথর কাটা এখনও বাকি।
উত্তরকাশী টানেল দুর্ঘটনার বিষয়ে, এনডিআরএফ সহকারী কমান্ড্যান্ট করমবীর সিং ভান্ডারি ইতিমধ্যেই জানিয়েছেন, “সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিকের সবাই নিরাপদে রয়েছেন। আমরা তাঁদের জন্য জল ও খাবার পাঠিয়েছি এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধসের কারণে আমরা উদ্ধারে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছি কিন্তু আমাদের দল কোনো খামতি রাখছে না”।
উত্তরকাশী জেলার ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে গতকাল সকাল ৫টা নাগাদ আংশিক ভাবে ভেঙে পড়ে, যার ফলে ৪০ জন শ্রমিক ভিতরে আটকে পড়েন।