প্রথম পাতা খবর আমি কাউকে ভয় পাই না, কিভ এই রয়েছি, ভিডিও বার্তা জেলেনস্কির

আমি কাউকে ভয় পাই না, কিভ এই রয়েছি, ভিডিও বার্তা জেলেনস্কির

292 views
A+A-
Reset

প্রথমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে নতুন ভিডিও বার্তা দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে তুমুল লড়াইয়ের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্টের এই নতুন ভিডিও বার্তা ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করা হচ্ছে। সেই ভিডিও বার্তায় তিনি বলেন, তিনি লুকাননি এবং তিনি কাউকেই ভয় পান না।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি কিভের ব্যাংকোভা স্ট্রিটেই থাকছি’।

উল্লেখ্য, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশরক্ষার ডাক দিয়ে প্রশংসা কুড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথম দিকে গুঞ্জন উঠেছিল জেলেনস্কি কিভ ছেড়েছেন। পরে ভিডিও বার্তা দিয়ে প্রকাশ্যে এ গুঞ্জন উড়িয়ে দেন তিনি।

তবে রুশ অভিযানের পর তাঁকে প্রেসিডেন্টের কার্যালয়ে দেখা যায়নি। অন্যদিকে, কিভে যে ইউক্রেনের সেনাদের শক্ত প্রতিরোধের মুখেই পড়েছে রাশিয়ার সেনারা, জেলেনস্কির অবস্থান জানিয়ে এই ভিডিও বার্তা সেই সত্যকেই প্রমান করছে বলে মনে করছে অনেকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.