ডেস্ক: ১০ বছরে তিনিও বেশ কয়েকটি ভুল করেছেন। তাঁর-ও দোষ, ত্রুটি রয়েছে। কিন্তু ‘প্রকৃত’ সমালোচক কই? Open Magazine-কে খোলামেলা সাক্ষাৎকারে এমনই জানালেন নরেন্দ্র মোদী। কৃষি আইনের (Farm Law) বিরোধিতায় সরব কৃষকদের একাংশ। তাঁদের সমর্থন করেছে বিরোধীরাও। এককাট্টা হয়ে বাদল অধিবেশনে সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, NCP, SP-সহ অন্যান্য বিরোধী দলগুলো। সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন।
তিনি বলেন, ‘আমি সমালোচকদের যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু দুঃখের কথা হল, সেই সমালোচকদের সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষই কেবল অভিযোগ করেন। যারা সাধারণ মানুষের চিন্তাধারা নিয়ে খেলে, তাদের সংখ্যাটাই অনেক বেশি। এর কারণও রয়েছে। সমালোচনা করার জন্য় অনেক পরিশ্রম করতে হয়, গবেষণা করতে হয়। বর্তমানে দ্রুতগতির জীবনে মানুষের হাতে এত সময় নেই, তাই তারা অভিযোগ করেন শুধু। আমি মাঝেমধ্যে সমালোচকদের মিস করি।’
তিনি বলেন, “নিজেদের বিকাশের জন্য আমি সমালোচনাকে ভীষণ গুরুত্ব দিই। আমি সৎ মনের সমালোচকদের ভীষণ শ্রদ্ধা করি। কিন্তু, দুর্ভাগ্যবশত, এমন সমালোচকদের সংখ্যা খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে, মানুষ কেবল অভিযোগ করে বিভ্রান্তি তৈরির জন্য। আর এর কারণ হল, সমালোচনার জন্য একজনকে প্রচুর পরিশ্রম করতে হয়, গবেষণা করতে হয়। আর আজকের দ্রুত গতির বিশ্বে হয়তো মানুষের কাছে সেই সময়টাই নেই। তাই কখনও কখনও, আমি সমালোচকদের ‘মিস’ করি।”