প্রথম পাতা খবর নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতকে চাইছে পাকিস্তান!

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতকে চাইছে পাকিস্তান!

398 views
A+A-
Reset

সিডনি: টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল পাকিস্তান। সিডনিতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠলেন বাবর আজমরা। অন্য দিকে, দ্বিতীয় সেমিফাইনালে রোহিত শর্মারা ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারলেই রবিবার ভারত-পাকিস্তান ফাইনাল!

বুধবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটে ১৫২ রান করেছিল নিউজিল্যান্ড। ৫ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে নিজেদের ১৫৩ রানেরলক্ষ্য পূরণ করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

এই ম্যাচের পরে পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেডেন বলেন, “আমি ফাইনালে ভারতের বিরুদ্ধে মোকাবিলা করতে চাই। এটা অকল্পনীয় হবে, দেখার মতো জিনিস হবে”।

তবে ভারত, না ইংল্যান্ড, রবিবার বিশ্বকাপের ফাইনালে কে তাদের সামনে খেলতে নামবে তা এখনও নিশ্চিত নয়। তাই অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, ‘‘আমার মনে হয় না এখনও আমরা নিজেদের সেরা খেলা খেলতে পেরেছি। আশা করছি ফাইনালে সেটা দেখাতে পারব। তাই ফাইনালে যারাই আমাদের বিরুদ্ধে খেলুক খুব একটা সুবিধা করতে পারবে না।’’

বলে রাখা ভালো, এ বারের টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের প্রথম দু’টো ম্যাচে সুবিধা করতে পারেনি পাকিস্তান। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। নাটকীয় ম্যাচে পাকিস্তানের ৮ উইকেটে ১৫৯ রানের জবাবে ভারত করে ৬ উইকেটে ১৬০ রান। এখন দেখার, আর এক ধাপ পার করে ফের এক বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয় কি না!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.