ডেস্ক: ‘মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে’।ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে বললেন অভিনেতা-সাংসদ দেব। নৌকা করে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। দুর্গতদের সঙ্গে কথা বললেন। পাশে থাকার আশ্বাস দিলেন। সেখানেই তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। ঘাটাল মাস্টার প্ল্যান পাশ করতে হলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে। যখন সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী দলগুলি একসঙ্গে দফায় দফায় বৈঠক করছেন, তখন তৃণমূল সাংসদের এই ধরনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তিনি বলেন, ভোটের আগে অনেকে এসে বলেছিল, সোনার বাংলা বানাব। এই করব, সেই করব। ভোটের পর কারোর হদিশ পাওয়া যাচ্ছে না। এরপরই তিনি জানান, তাঁর মনে হচ্ছে না, মুখ্যমন্ত্রী যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে। তিনি বলেন, আজ আমি বলতে বাধ্য হচ্ছি, যতদিন না দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে বলে মনে হয় না।
আরও পড়ুন: ওয়েলে নেমে বিক্ষোভ, রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূলের ৬ সাংসদ
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এদিন কেন্দ্র সরকারকেও নিশানা করেন দেব। বলেন, এত দিন ধরে এত বলার পর এত চিঠি দেওয়ার পর যদি তাদের ঘুম না ভাঙে, শুধু ভোটের সময় ওনারা রাজ্যে এসে বড় বড় কথা বলে চলে যান, সেটা দুঃখজনক। ঘাটাল মাস্টার প্ল্যান পাশ করতে হলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে। এদিন তিনি জানান, ‘মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছে। তাঁর দল সব সময় মানুষের পাশে থাকার কথা বলে। আমাদের চেষ্টা হবে, এই সময়ের বিরুদ্ধে লড়াই করে পেরিয়ে যাওয়া ও মানুষকে আবার পুরনো জীবনে ফিরিয়ে আনা।’
আজ সড়ক পথে প্লাবিত আমতায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ম্যান মেড ফ্লাড। আমি প্রধানমন্ত্রীকে বলেছি। DVC ইচ্ছেমতো জল ছাড়ছে। এটা কেন্দ্রের DVC-র খাল সংস্কার না করার ফল। এখনও দেখছেন বাজ পড়ছে। আপনারা সাবধানে থাকুন।’বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসন যে সব রকম ভাবে তাঁদের পাশে রয়েছে, সেই আশ্বাসও দেন তিনি।