নাম না করে জীবন সিংহকে বলেন, রক্ত দিয়ে রুখব বাদলা ভাগ, ক্ষমতা থাকলে বুকে বন্দুক ঠেকা। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভা থেকে হুঁশিয়ারি দিলেন মমতা। সেই সঙ্গে বুঝিয়ে দিলেন, কেএলও নেতার সক্রিয় হওয়ার নেপথ্যে রয়েছে বিজেপিই।
একের পর এক নেতা আলাদা রাজ্যের দাবি উস্কে দিয়েছেন। সেই প্রসঙ্গে এ দিন মমতা বলেন,’ পাহাড়ের সঙ্গে তরাই-ডুয়ার্সের ঝামেলা বাধিয়ে দিয়েছিল। আমরা কিছুতেই গোর্খাল্যান্ড করতে দেব না। আমি রক্ত দিতে তৈরি কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না’।
নাম না করে জীবন সিংহকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কিছু নেতা কাজ নেই কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে, উত্তরবঙ্গ ভাগ না করলে আমাকে না কি মেরে দেবে। আমি বলি, তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও। এতবড় ক্ষমতা তোমাদের? আমি অনেক বন্দুক দেখে এসেছি। এসব বন্দুক টন্দুক আমায় দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে আমি জানি।
বিজেপি প্রশ্রয়ে এসব হচ্ছে। এটা মনে রাখবেন। যখনই ভোট আসে তখনই বিজেপি ভাগ করার কথা বলে। কিছু টাকা দেয়। ভোট এলেই উজালা, আর ভোটের পর আঁধার। এক কথা, আর এক কাজ। তাই ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের জন্য অনেক কিছুই করে দেব। তৃণমূল কংগ্রেস না থাকলে, কন্যাশ্রী, রূপশ্রী হবে না, স্বাস্থীসাথী হবে না। ভুল বুঝবেন না। আমাদের যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন।