কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশ আগেই এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ১৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, এলাকায় শান্তিভঙ্গের আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, শ্যামপুকুর, উল্টোডাঙা এবং টালা থানার অধীনে থাকা কিছু এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিও এর অন্তর্ভুক্ত। এই নিষেধাজ্ঞা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে জারি করা হয়েছে, যা আগের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার সমতুল্য।
আরজি করের এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকে এই এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, এই ঘটনার প্রতিবাদ সারা দেশ ও বিদেশেও দেখা যাচ্ছে। ১৪ আগস্ট রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির সময় হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিছু দুষ্কৃতী আরজি কর হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। অভিযোগ, ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছিল, যদিও পরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এরপর থেকেই ওই এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং বেআইনি জমায়েত রুখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।